যদি ত্বরিতে বাসনা থাকে ধর রে মন সাধুর সঙ্গ


ভজরে আনন্দের গৌরাঙ্গ

যদি ত্বরিতে বাসনা থাকে
ধর রে মন সাধুর সঙ্গ।(দুই বার)
ভজরে আনন্দের গৌরাঙ্গ।।

সাধুর গুণ যায় না বলা
শুদ্ধ চিত্ত অন্তর খোলা।(দুই বার)
সাধুর দরশনে যায়
 মনের ময়লা (দুই বার)
পরশে প্রেমতরঙ্গ।।(দুই বার)
ভজরে............  গৌরাঙ্গ।।

সাধুজনার প্রেম হিল্লোলে
কত মানিক মুক্তা ফলে। (দুই বার)
সাধু যারে কৃপা করে
প্রেমময় দেয় প্রেমঅঙ্গ।। (দুই বার)
ভজরে............  গৌরাঙ্গ।।


এক রসে হয় প্রতিবাদী
এক রসে ঘুরছে নদী। (দুই বার)
এক রসে নৃত্য করে...(দুই বার)
নিত্যরসের গৌরাঙ্গ।।
ভজরে............  গৌরাঙ্গ।।

সাধুর সঙ্গগুণে রং ধরিবে
পূর্ব স্বভাব দূরে যাবে। (দুই বার)
ফকির লালন বলে, পাবে প্রাণের গোবিন্দ...(দুই বার)
কররে সৎসঙ্গ।(দুই বার)

ভজরে............  গৌরাঙ্গ।।





No comments

পরের জায়গা পরের জমিন বংলা লিরিক্স

Lyrics & Tune: ABDUL LATIF A.         পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই আমি তো এই ঘরের মালিক নই।। B.         সেই ঘরখা...